Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার
ক্র:ম: প্রদেয় সেবার বিবরণ সেবা গ্রহণকারীর শর্ত/করণীয় কার্য সম্পাদনের সর্বোচ্চ সময়সীমা সেবা প্রদানকারীর পদবী ও ফোন নম্বর ০১. শিক্ষক/শিক্ষিকাও কর্মচারীদের এমপিওভূক্তি সংক্রান্ত আবেদন অগ্রায়ন বিধি মোতাবেক প্রয়োজনীয় প্রমানপত্রসহ আবেদন দাখিল করা আবেদন দাখিলের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে যাচাই-বাছাই পূর্বক প্রেরণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারফোনঃ ০৭৬2356079 ০২. উচ্চতর স্কেল সংক্রান্ত আবেদন অগ্রায়ন -ঐ- -ঐ- -ঐ- ০৩. উপজেলার শিক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য/উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সরবরাহ সুনির্দিষ্ট তথ্য ছক ব্যবহার ও নির্ভুল তথ্য প্রদান উর্ধ্বতন কর্তৃপক্ষের দেয়া সময়সীমার মধ্যে -ঐ- ০৪. বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ সংক্রান্ততথ্য সংগ্রহ, সংরক্ষণ, সরবরাহ ও মনিটরিং উর্দ্ধতন কর্তৃপক্ষের আরোপিত শর্ত অনুযায়ী নির্ভুল তথ্য প্রদান, পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ প্রতি বছর ফেব্রুয়ারি মধ্যে পরবর্তী বছরের চাহিদা সংগ্রহ ও /সরবরাহ, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ এবং ০১ জানুয়ারীতে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ (প্রাপ্তি সাপেক্ষে) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ০৫. জেলা কমিটির বিভিন্ন সভার সিদ্ধান্ত বাস্তবায়ন সভার কার্যবিবরণীসহ সিদ্ধান্তের অনুলিপি প্রাপ্তি পরবর্তী সভা অনুষ্ঠানের পূর্বে সুবিধাজনক সময়ে/ কার্যবিবরণীতে উল্লিখিত সময়সীমার মধ্যে -ঐ- ০৬. উর্ধ্বতন কর্তৃপক্ষ হতে প্রাপ্ত নির্দেশনা মাঠ পর্যায়ে অবহিত করণ নির্দেশনা প্রাপ্তির পর নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ নির্দেশনায় উল্লিখিত নির্ধারিত সময়সীমার মধ্যে - ঐ - ০৭. উপবৃত্তি কার্যক্রম মনিটরিং নীতিমালা অনুসরণপূর্বক শিক্ষার্থী নির্ধারণ/উপবৃত্তি বিতরণ ১৫ জুলাই এর মধ্যে জানুয়ারী-জুন ও ১৫ জানুয়ারীর মধ্যে জুলাই-ডিসেম্বর মাসের উপবৃত্তি বিতরণ নিশ্চিত করা (বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে) - ঐ - সিটিজেন চার্টার ক্রঃ নং সেবা সমূহ সেবা গ্রহণ কারী সেবা দানের সময় সীমা ১| মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম তদারকি করাসহ শিক্ষার গুনগত মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী অফিসের সময় ২| মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের (বিদ্যালয় ও মাদরাসা) শিক্ষার গুনগত মান উন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানগণকে প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণদান,সহকারী শিক্ষকগণকে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ দান এবং বি এড প্রশিক্ষণ বিহীন শ্ক্ষিকগণকে শর্টটাইম কোর্স বেসিক প্রশিক্ষণদানের ব্যবস্থা করা হয়। প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকগণ অফিসের সময় ৩| গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটির সদস্যগণকে সময় সময় সচেতনামূলক প্রশিক্ষণ প্রদান করে প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ করে গড়ে তোলা হয়। Member of SMC/GB অফিসের সময় ৪| বেসরকারি নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষক-কর্মচারী নিয়োগ কমিটির সদস্য হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও কর্মচারী নিয়োগ কার্যক্রম পরিচালনা ও মনিটরিং করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও SMC/GB নিয়োগের নির্ধারিত সময় ৫| মাধ্যমিক স্তর(৬ষ্ঠ থেকে ৯ম) , মাদরাসা (৬ষ্ঠ থেকে ৯ম) , এবতেদায়ী স্তরের(১ম-৫ম) এবং ৯ম ও ১০ম ভেকশনাল এর আওতায় বিনামূল্যের সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণকারী প্রতিষ্ঠান থেকে গ্রহণ পূর্বক প্রতিষ্ঠান পর্যায়ে বিতরণ কার্যক্রম সম্পন্নকরণসহ মনিটরিং এর দায়িত্ব পালন করা হয়। শিক্ষার্থী ও অভিভাবক জানুয়ারী মাসের ১লা তারিখ ৬| মাধ্যমিক ,উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন ও মনিটরিং করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবক অফিসের নির্ধারিত সময় ৭| এস.এস.সি/দাখিল/এস.এস.সি(ভোকেশনাল) এবং জে.এস.সি/জেডিসি পরীক্ষার মূল কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী পরীক্ষার নির্ধারিত সময় ৮| মাধ্যমিক , নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতকরনের লক্ষে মাসিক পে-অর্ডার (এমপিও) উত্তোলনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রস্তুতকৃত উপস্থিতির প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকরণ। শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারী অফিসের সময় ৯| শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক ও অভিভাবক গণের সমন্বয়ে সমাবেশের মাধ্যমে মতবিনিময়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবক অফিসের সময় ১০| প্রধান শিক্ষক,সহকারি প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের বার্ষিক গোপনীয় প্রতিবেদনে স্বাক্ষর করে যোগ্য শিক্ষককে পুরস্কার এবং দায়িত্বে অবহেলাকারী শিক্ষককে তিরস্কার করে গুনগত মানের শিক্ষা নিশ্চিত করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক অফিসের সময় ১১| কর্তৃপক্ষের নির্দেশে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিুমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদরাসা তদন্ত পূর্বক প্রতিবেদন উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরন এবং স্থানীয় ভাবে সমাধান যোগ্য অভিযোগের নিষ্পত্তি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থী অফিসের সময় ১২| জে.এস.সি ও জেডিসি পরীক্ষায় মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তির টাকা উত্তোলন বিলে প্রতিস্বাক্ষর করণ। শিক্ষার্থী ও অভিভাবক অফিসের সময় ১৩| শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠক্রমিক কার্যাবলী,স্কাউট,গালর্স গাইড ও বিভিন্ন জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে অর্পিত দায়িত্ব পালন করা হয়। প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থী